সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে একসাথে কাজ করবে গ্রামীনফোন এবং লাইট অফ হোপ

লাইট অফ হোপের বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্য ছাড় পাবেন জিপি স্টার গ্রাহকরা

গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা এখন থেকে লাইট অফ হোপের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন।

গুফি’র বই, শিক্ষামূলক খেলনা, কিডস টাইমের আফটার স্কুল কোর্স এবং টিচার্স টাইমের অনলাইন কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে ২০-৫০ শতাংশ মূল্য ছাড় উপভোগ করবেন।

আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) গ্রামীণফোন এবং লাইট অফ হোপের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং গ্রামীণফোনের জাতীয় পর্যায়ের পার্টনারশিপ ম্যানেজার নেসার আহমেদ

গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকদের এই অফারটি পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে এল ও এইচ (LOH) টাইপ করে এসএমএস পাঠাতে হবে ২৯০০০ নম্বরে।

লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, “গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আরো বেশি মানুষের কাছে মান সন্মত শিক্ষা সামগ্রী ও দক্ষতা উন্নয়ন মূলক কোর্স সাশ্রয়ী করতে চাই” ।

গ্রামীণফোনের পার্টনারশিপ ব্যবস্থাপক নেসার আহমেদ বলেন, “জিপি স্টার গ্রাহকদের লাইট অফ হোপের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় সমাজে শিক্ষক ও অভিভাবকদের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং শিশু শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে” ।