গার্মেন্টস কর্মীদের সন্তানদের শিক্ষায় সহায়তা করতে এক সাথে কাজ করবে লাইট অফ হোপ ও আপন বাজার
গার্মেন্টস কর্মীদের সন্তানদের শিখন সহায়তায় একসাথে কাজ করবে লাইট অফ হোপ এবং আপন বাজার । সম্প্রতি আপন বাজারের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশীদ।
এই উদ্যোগের মাধ্যমে গার্মেন্টস কর্মীরা তাদের সন্তানের জন্য বিশেষ ছাড়ে লাইট অফ হোপের বিভিন্ন শিক্ষাসামগ্রী কিনতে পারবেন।
এ ছাড়াও লাইট অফ হোপ গার্মেন্টস কারখানার ডে-কেয়ার সেন্টারগুলোতে শেখার কর্নার তৈরি করতে সহায়তা করবে, মায়েদের এবং কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে যাতে তারা তাদের সন্তানদের শেখার ক্ষেত্রে আরও ভালোভাবে সহায়তা করতে পারেন।
আপন বাজার বর্তমানে ১,৭৫,০০০ গার্মেন্টস কর্মীকে ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং স্বাস্থ্যবীমার সেবা প্রদান করছে। এখন ,লাইট অফ হোপের সহযোগিতায়, আপন বাজার গার্মেন্টস কর্মীদের সন্তানদের শিক্ষায় সহায়তা করবে।
লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “আমাদের লক্ষ্য গার্মেন্টস কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাকে আরও সহজ এবং উন্নত করা।”
আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশীদ বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গার্মেন্টস কর্মীদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করতে চাই”